নাটোর: আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল উত্তরা গণভবনের প্রশংসা করে এটিকে আরও দর্শনীয় ও সংরক্ষণ করার তাগিদ দিয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে এক সফরে সস্ত্রীক নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। তবে তিনি রাজনৈতিক ও সমসাময়িক বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
নাটোরের কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শনের কথা থাকলেও তা বাতিল করে রাজশাহী চলে যান। এর আগে দুইদিনের রাজশাহী ও নাটোর সফরের অংশ হিসাবে রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন শেষে বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।
এটিকে ব্যক্তিগত সফর দাবি করে ছবি ধারণে নিষেধ করে স্থানীয় প্রশাসন।