রংপুর: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী এমদাদুল হক ভরসা বলেছেন, এই আসনে জাতীয় পার্টি ২৫ বছর, আওয়ামী লীগ ১৬ বছর— কিন্তু মানুষ উন্নয়নবঞ্চিত। ভুল প্রতিনিধি নির্বাচিত হলে উন্নয়ন থেমে যাবে, ধানের শীষে ভোট দিন।
শনিবার (৮ নভেম্বর) পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভের ১৮তম সাধারণ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এমদাদুল হক ভরসা বলেন, ‘বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ১৬ বছর এমপি থেকেও এলাকার কোনো উন্নয়ন করেননি। মন্ত্রণালয় যদি আমার কাছে থাকত, সোনায় সোহাগা করতাম।’
তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এ প্রকল্প চালু হবে— কর্মসংস্থান, ব্যবসা, শিল্প, নৌপথ ও পর্যটন বিকাশ ঘটবে।’ তারেক রহমানের ঘোষণা উল্লেখ করে এমদাদুল হক বলেন, ‘তিস্তা প্রকল্প এ অঞ্চলের অর্থনীতি বদলে দেবে।’
শিল্পপতি ও সাবেক এমপি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ১৯৭৯ সালে বাবার জয়ের ধারাবাহিকতায় ২০১৮ সালে টিপু মুনশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলা সভাপতি দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেয়েছেন।
স্থানীয়রা জানান, টিপু মুনশির আমলে রংপুরে বাণিজ্যিক উন্নয়ন হলেও পীরগাছা-কাউনিয়ায় সড়ক, সেতু, শিক্ষা-স্বাস্থ্যে অবহেলা রয়েছে। তিস্তা মহাপরিকল্পনা ২০১০ সাল থেকে আটকে আছে। বিএনপির ভিশন-২০৩০-এ তিস্তা প্রকল্প অন্তর্ভুক্ত। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে ভুলে যাওয়া বন্ধ হোক।