Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাইলে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২০:০৯ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২১:৩০

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে মো. তাকরিম (৩) ও মো. আদনান (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কুট্টাপাড়া গ্রামের উত্তরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত তাকরিম কুট্টাপাড়া উত্তরপাড়ার আকতার হোসেনের ছেলে এবং আদনান একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের মো. আরাফাত মিয়ার ছেলে। তারা দুজন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে আদনান কুট্টাপাড়ার উত্তরপাড়ায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে সে মামাতো ভাই তাকরিমের সঙ্গে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে যায়।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন দুপুর পর্যন্ত শিশুদের খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্থানীয়রা পুকুরে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।