Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে আ.লীগসহ অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২০:১৮ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২১:৩০

গ্রেফতার আসামিরা। ছবি কোলাজ: সারাবাংলা

সিলেট: সিলেটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) গ্রেফতারে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতার আসামিরা হলেন- সিলেট মহানগর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য মো. ওমর ফারুক (২৪), মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান (৪০), ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদ (৫২) ও ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদ (৩৯)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে নগরের মির্জাজাঙ্গাল এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে সংগঠনের একদল কর্মী। সরকারবিরোধী স্লোগানসহ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নম্বর-১৭) দায়ের করা হয়। এরপরই অভিযানে নামে পুলিশ।

বিজ্ঞাপন

সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুবিদবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী ওমর ফারুককে গ্রেফতার করা হয়।

এদিকে, দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দিগ্ধ আসামি ও ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদকে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতার করে।

একইদিনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার আসামি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় পুলিশ।

এদিকে শনিবার নগরের পানিটুলা এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার সন্দেহভাজন আসামি ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গ্রেফতার চারজনকে শনিবার আদালতে সোপার্দ করা হয়েছে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর