টাঙ্গাইল: জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নেতৃত্বে র্যালিতে জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ওলামা দলের জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষেণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের ওলামা দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।