Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে বসে লকডাউনের নাটক সাজাচ্ছে আ.লীগ: সালাহউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২১:১৩ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২২:৪০

কাকরাইলে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ এখন ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। তিনি বলেন, ১৩ নভেম্বরের তথাকথিত লকডাউন ঘোষণার পরিকল্পনা হচ্ছে এক ধরনের “রাজনৈতিক নাটক”, যা জনগণ কোনোভাবেই সমর্থন করবে না।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

সালাহউদ্দিন বলেন,“ভারতে বসে আওয়ামী লীগের তথাকথিত লকডাউন ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে। এটি এক ধরনের রাজনৈতিক নাটক। যদি তাদের সত্যিকারের শক্তি থাকত, তারা দেশ ছেড়ে পালিয়ে যেত না।”

বিজ্ঞাপন

বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।“যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তারাই এখন গণতন্ত্রের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। লকডাউনের এই আহ্বান তাদের আরেকটি কৌশল, যাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়,” বলেন সালাহউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন,“গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য দেশের মানুষ যে দীর্ঘ সংগ্রাম করেছে, সেটাকে ব্যাহত করতেই এসব নাটক সাজানো হচ্ছে। জনগণ এখন আর এই ধরনের ফাঁদে পা দেবে না।”

আওয়ামী লীগের নেতৃত্বাধীন প্রবাসী রাজনৈতিক গোষ্ঠীগুলোর উদ্দেশে সালাহউদ্দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন,“যাদের দেশের মানুষের সামনে দাঁড়ানোর সাহস নেই, তারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে। যদি সত্যিই তারা জনগণের প্রতিনিধি হয়, তবে দেশে ফিরে আসুক, জনগণের রায়ের মুখোমুখি হোক।”

বিএনপি নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের এই প্রবাসভিত্তিক তৎপরতা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং রাজনৈতিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করছে।

সালাহউদ্দিন আহমদ দৃঢ় কণ্ঠে বলেন,“বাংলাদেশের মানুষ আজ পরিপক্ব। তারা জানে কে দেশপ্রেমিক, আর কে বিদেশি স্বার্থে কাজ করে। আওয়ামী লীগের এই লকডাউনের নাটক সফল হবে না, কারণ মানুষ এখন গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় ঐক্যের পক্ষে।”

তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, দলটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পথেই জনগণের আস্থা পুনরুদ্ধার করতে চায়, সহিংসতা বা উসকানিতে নয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর