Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ খালেদা জিয়াকে আরও একবার ক্ষমতায় দেখতে চান’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ২১:১৪ | আপডেট: ৮ নভেম্বর ২০২৫ ২২:৪০

বক্তব্য দিচ্ছেন মাহমুদ হাসান খান বাবু। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেছেন, ‘বিএনপির সতের বছর আন্দোলন সংগ্রাম করেছে এদেশের ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীরা অনেক অত্যাচার, নিপিড়ন, নির্যাতন সহ্য করেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ সরকারের প্রলোভন ও নির্যাতনের পরও ঈমানের পরীক্ষা দিয়ে মাটি কামড়ে আমরা বিএনপি করে আসছি। আমাদের নেতা তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের ৩১ দফা বাস্তবায়নের জন্য মনোযোগী হতে বলেছেন। আমাদের দায়িত্ব এই ৩১ দফা বাস্তবায়ন করে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করা।’

বিজ্ঞাপন

শনিবার ( ৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার নেহালপুর ইউনিয়নের ১০টি স্থানে বিএনপি আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

কর্মীসভার সভাপতিত্ব করেন নেহালপুর ইউনিয়নের সভাপতি ফরজ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘বিএপি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় দল। কারণ হচ্ছে এই দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যেমন আছে, তার থেকে বড় শক্তি আছে এই দলের কোটি কোটি নীরব সমর্থক। এই সমর্থকদের আমরা যারা দল করি, দলের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি, দলের যারা কর্মী, আমাদের কারও ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে। কিন্তু যে অগণিত কোটি কোটি সমর্থক আছে, তারা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আরও একবার ক্ষমতায় দেখতে চান। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আগামীতে একটি সুন্দর নির্বাচন হবে,সেই নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে ভোট দেবে। কিন্তু ওই নির্বাচনে ধানের শীষে তারা তখনই ভোট দেবে যখন তাদের মন জয় করা হবে। নির্বাচনের দিন তাদের ভোট কেন্দ্র নিয়ে আসতে হবে। তাদের প্রতি সম্মান দেখাতে হবে। বিএনপির হাতকে শক্তিশালী করে ধানের শীষের জনপ্রিয়তাকে বেগবান করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, দর্শনা থানা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক সাবেক বেগমপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী, যুগ্নসাধারণ সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ, সাংগাঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি মাসুদ রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ মেম্বর, সাংগাঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দিন লিটনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর