Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহেই আকুর বিল পরিশোধ, রিজার্ভ নামবে ২৬ বিলিয়ন ডলারের নিচে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১০:৫৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১১:০২

ঢাকা: চলতি সপ্তাহেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের নিচে নেমে আস‌তে পা‌রে।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলা‌কে বলেন, ‘চলতি সপ্তাহেই ১ দশমিক ৬ বিলিয়ন আকুর পেমেন্টের পর রিজার্ভ ২৬ বিলিয়নের নিচে নামতে পারে।’

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৭ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। এরপর থেকে রিজার্ভের হালনাগাদ তথ্য আর প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি ব্যয় হিসেবে বাংলাদেশ ১ দশমিক ৯৬ বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকুর বিল পরিশোধের পরিমাণ নিম্নমুখী ছিল। ২০২৩ সালজুড়ে দ্বি-মাসিক বিলের পরিমাণ দশমিক ৩ বিলিয়ন ডলারের নিচে ছিল।

বিজ্ঞাপন

তবে ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকেsa আকুর বিল পরিশোধের পরিমাণ আবারও বাড়তে শুরু করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মে-জুনে আকুর পেমেন্ট প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু প্রতিষ্ঠিত হয়। আকুর সদর দফতর ইরানের তেহরানে অবস্থিত। ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা; এই নয়টি দেশের মধ্যে আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে এই সংস্থা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর