Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দফা দাবিতে প্রাথমিকের শিক্ষকেরা শহিদ মিনারে, চলছে কর্মবিরতি

ঢাবি করেস্পন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১২:৩৬ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১২:৪৬

কেন্দ্রীয় শহিদ মিনারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি।

ঢাকা: তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে, বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে, তিন দফা বাস্তবায়ন না করে শাহবাগ এলাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।

রোববার (৯ নভেম্বর) সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

এর আগে, গতকাল রাজধানীর শাহবাগে প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশ লাঠিপেটা,জলকামান, সাউন্ড গ্রেনেড ছোড়েন।

বিজ্ঞাপন

শিক্ষকরা অভিযোগ করেন, পুলিশ হামলা চালিয়েছিল। তবে পুলিশের দাবি, শিক্ষকেরা বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গতকালের ঘটনার পর আন্দোলনরত শিক্ষকরা কর্মসূচি ঘোষণা অনুযায়ী, তারা আজ কেন্দ্রীয় শহিদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। পাশাপাশি তারা বিদ্যালয়গুলোতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন।