Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী রফিকুলের নামে প্রচারিত ভিডিওটি ফেক

স্পেশাল করেসপডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৩:৩৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৪:৪২

বগুড়া-১ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের নামে প্রচারিত ভিডিও বক্তব্যটি সম্পূর্ণ অসত্য, মিথ্যা ও ভুয়া। এটি তথাকথিত গুপ্ত সংগঠনের ফেসবুক পেজ থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপি প্রার্থীকে বিতর্কিত করার উদ্দেশ্যেই এডিটিং করে তৈরি করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এ তথ্য জানায় বিএনপি মিডিয়া সেল। বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ এই ফেক ও এডিটেড ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

তিনি রোববার (৯ নভেম্বর) বেলা ১২টায় জানান, এমন মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণ যাকে ভোট দিবেন তারাই ক্ষমতায় যাবেন। এমন মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এরআগে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষের প্রার্থী কাজী রফিকুল ইসলামের একটি ফেইক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়। এডিটেড ভিডিওটিতে দেখা যায় তিনি তার বক্তব্যে বলছেন, ‘ধানের শীষ মানেই নৌকার বিজয়’, যা সম্পন্ন মিথ্যা ও ভুয়া বলে দাবি করেন কাজী রফিকুল ইসলাম।

কাজী রফিকুল ইসলাম বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে কে বা কারা অসত্য ভিত্তিহীন আমার বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমাকে রাজনৈতিভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। আমার বক্তব্য ছিল-ধানের শীষ মানে জনতার বিজয়। এই বক্তব্যকে বিকৃত করা হয়েছে। এমন ভিত্তিহীন, বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার ভেরিফায়েড আইডিতে প্রকাশিত বক্তব্যের মূল ভিডিও অনুযায়ী তথ্য যাচাই করে সঠিকভাবে প্রচার করার জন্য অনুরোধ করছি। একটি মহল আমাকে রাজনৈতিকভাবে ছোট করার জন্য পরিকল্পিতভাবে এটি করেছে। তারা মূলত বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’