Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৪:১২ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৫:১৯

নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। ছবি: সংগৃহীত

নোয়াখালী: নোয়াখালী জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আহমেদ কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২০২৪ সালে বাগেরহাটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেন আহমেদ কামরুল হাসান।
এর আগে, তিনি অর্থ বিভাগের উপসচিব ছিলেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০০৬ সালে সহকারী কমিশনার হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও আইসিটি বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া আলমডাঙ্গা উপজেলার ইউএনও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, স্ত্রী বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং তাদের তিন পুত্র সন্তান রয়েছে।

বিজ্ঞাপন

ত্বক ও চুলের যত্নে টক দই
৯ নভেম্বর ২০২৫ ১৫:০৮

আরো

সম্পর্কিত খবর