Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফলন কমলেও পিরোজপুরে বাড়ছে আমড়ার চাষ


১২ জুলাই ২০১৮ ০৮:৫৩ | আপডেট: ১২ জুলাই ২০১৮ ০৮:৫৫

।। মিজানুর রহমান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

পিরোজপুর: গত দুই বছরের তুলনায় ফলন কমলেও পিরোজপুরে বেড়েছে আমড়ার চাষ। আবার দামও মিলছে ভালো। তাতে জেলার আমড়া চাষিদের মুখে হাসি ফুটেছে। কৃষকরা বলছেন, ব্যাপারীরাই আমড়া সংগ্রহ থেকে শুরু করে বাজারজাতের সব কাজ করে থাকেন। ফলে পুষ্টিকর এই ফলটি দিন দিন পিরোজপুরের অন্যতম অর্থকরী ফল হিসেবে জায়গা করে নিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার কাউখালীসহ স্বরূপকাঠি, নাজিরপুর ও পিরোজপুর সদর উপজেলায় বাণিজ্যিকভাবে আমড়ার আবাদ হয়ে থাকে।

আমড়া বাগানই শুধু নয়, সড়কের দুই পাশেও আমড়ার চাষ করা হচ্ছে। এর পরিমাণও দিন দিন বাড়ছে। গত বছর জেলার ৪৯৩ হেক্টর জমিতে আমড়া চাষ হলেও এ বছর এর পরিমাণ ৫শ’ হেক্টর।

কৃষকরা বলছেন, আমড়া চাষ হয়— এমন এলাকাগুলোতে রয়েছে আমড়ার বেপারি। তারা ফাল্গুন-চৈত্র মাসে কুঁড়ি দেখেই আগাম টাকা দিয়ে বাগান কিনে ফেলেন। আবার অনেক চাষি ভরা মৌসুমে নিজেরাই বাজারে আমড়া বিক্রি করেন।

পিরোজপুর সদর উপজেলার আমড়া চাষি সোহেল জানান, অন্যবারের চেয়ে এবার আমড়ার ফলন কম। তবে দাম বেশি। ফলে আমড়া চাষিদের জন্য তেমন একটা সমস্যায় পড়তে হয়নি। পাইকাররা ক্রেতার গাছ থেকে আমড়া কিনে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করেন। লঞ্চ ও ট্রাকে যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ায় সহজেই এই ফল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো যায়।

কাউখালীর ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, একটি আড়ত থেকে ঢাকা বা মুন্সীগঞ্জে এক বস্তা আমড়া পৌঁছাতে খরচ হয় ২১০ থেকে ২১৫ টাকা। এরপর আড়তে বিক্রি করা দামের শতকরা ১০ ভাগ আড়তদারি দিতে হয়। প্রতিটি বস্তায় বর্তমানে ৮শ’ আমড়া বোঝাই করা হয়। এ বছর কাউখালীতে এক বস্তা আমড়ার দাম ৭শ’ থেকে ৮শ’ টাকা।

বিজ্ঞাপন

পিরোজপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু হেনা মোহাম্মদ জাফর সারাবাংলা’কে বলেন, পিরোজপুর অঞ্চল আমড়া চাষের জন্য উপযোগী। এখানে আমড়ার বাগান করা বা চাষ করা খুবই সহজ। রোদেলা স্থানে উঁচু আইল করে সারিবদ্ধভাবে চারা রোপণ করার ৩ থেকে ৪ বছরের মধ্যে ফসল ওঠে। অন্যান্য যেকোনো ফলের চেয়ে আমড়া বেশি সময় ধরে সংরক্ষণ করা যায়। ফলে এতে কোনও ধরনের রাসায়নিক পদার্থও ব্যবহার করতে হয় না। তাই এই ফল স্বাস্থ্যসম্মতও।

সারাবাংলা/জেএএম/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর