Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৪:৩৬

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় সংশ্লিষ্ট দফতরকে সন্ত্রাস, চুরি, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরণের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, সেনাবাহিনীর কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার মেজর জাবেদ হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি