পিরোজপুর: দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৬ জন জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং উপসচিব পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে নয়টি জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে পিরোজপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে আবু সাঈদ নিয়োগ পেয়েছেন।
আবু সাঈদ এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ আশরাফুল আলম খান পিরোজপুর জেলাকে স্বচ্ছ, সুন্দর ও সুশাসননির্ভর প্রশাসনিক মডেল হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। জেলা প্রশাসকের কার্যালয়সহ উপজেলার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত কঠোর।
তার নেতৃত্বে দীর্ঘদিন মৃতপ্রায় ভারানি খাল পুনঃখননের উদ্যোগে খালটি পুনরায় প্রাণ ফিরে পায়। এছাড়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড, বেকুটিয়া সেতুর নিচসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনমূলক কর্মকাণ্ড হাতে নেন। পাশাপাশি একটি প্রবীণ পার্ক এবং দৃষ্টিনন্দন ‘সিগনেচার সড়ক’ নির্মাণে রাখেন বিশেষ ভূমিকা।
তার বিদায়কে কেন্দ্র করে পিরোজপুরবাসীর মনে গভীর দুঃখের সঞ্চার হয়েছে। অনেকেই বলেছেন, গত কয়েক যুগে এমন জনবান্ধব, উন্নয়নমুখী এবং দায়িত্বশীল জেলা প্রশাসক আমরা পাইনি।
পিরোজপুরের মানুষ মনে করছেন, যেন নিজেদের পরিবারের একজন আপন মানুষকে হারাচ্ছেন। বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে তারা শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছেন এবং নতুন জেলা প্রশাসক আবু সাঈদের প্রতি স্বাগত ও শুভকামনা জানিয়েছেন।