Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাসহ ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৫:১৭ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৬:৩০

সেলিনা হায়াৎ আইভী।

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পোশাক শ্রমিক মিনারুল হত্যাসহ মোট পাঁচটি মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে, গত ৯ মে শহরের পশ্চিম দেওভোগে নিজ বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিনই একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২৭ মে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত আবারও তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইভীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার অভিযোগসহ নাশকতা, উসকানি ও জনঅস্থিরতা সৃষ্টির অভিযোগে দায়েরকৃত চারটি মামলা।

বিজ্ঞাপন

আইভীর আইনজীবীরা জানান, এসব মামলায় জামিন মঞ্জুর হওয়ায় তার মুক্তির পথ সুগম হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ