Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্দিরের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৬:০৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৬:৩৯

মন্দির প্রাঙ্গণেই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: মন্দিরের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জের তাড়াশের ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ।

রোববার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গণেই এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল বলেন, ‘‘একসময় জায়গাটি ‘ক তফসিল’ভুক্ত থাকলে আমরা সেটা আদালতের মাধ্যমে অবমুক্ত করে সরকারকে ৫৩ বছরের খাজনার টাকা পরিশোধের মাধ্যমে মন্দিরের সম্পত্তি হিসেবে পাই। সেই সম্পত্তি উপজেলার উষাকোল গ্রামের কিছু মানুষ জোর করে দখলের চেষ্টা করছে। বাধা দিলে হুমকি-ধামকি দিচ্ছে।’’ এছাড়াও তাদের কাছে চাঁদা দাবির পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আর ওই সম্পত্তি ঐতিহ্যবাহী শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের দখলেই থাকবে জানিয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সেটি না মেনে কেউ দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর