চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক বাজার থেকে রক্তাক্ত অবস্থায় ‘ভবঘুরে’ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে পিটিয়ে খুন করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মো. বেলাল হোসেন (২৫) মীরেরহাট গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন বেলাল। এজন্য দিনে-রাতে সবসময় বাজারে ঘোরাফেরা করতেন, বিভিন্ন দোকানের সামনে গিয়ে বসে থাকতেন। রাতে বাজারের মধ্যেই কোথাও ঘুমাতেন।
আজ (রোববার) সকালে স্থানীয় লোকজন বাজারে একটি দোকানের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, তাকে কাঠ কিংবা আরও ভারী কিছু দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।’