Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমজনতার তারেককে আপিল করার আহ্বান ইসি সচিবের

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৬:৩০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১৬:৩৩

সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমানকে নির্বাচন কমিশনে আপিল করার জন্য আহ্বান জানিয়েছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৯ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনগতভাবে বিষয়টি নিষ্পত্তির কথা তুলে ধরে সচিব বলেন, “আইনগত দিক থেকে আমাদের যেটুকু বলার সেটা চিঠির মাধ্যমে বলেছি। এখন আপিল করতে পারেন, ঘাটতি যেগুলো আছেন পূরণ করে দিতে পারেন। আপিল, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সময় বাড়ানো এগুলো প্রচলিত প্রথা। নিশ্চয়ই এটা বিবেচনায় নিবেন। আন্তরিকভাবে আবেদন করব-অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে সুরাহার দিকে নিয়ে যাবেন।”

বিজ্ঞাপন

আমনজনতার দল আপিল করতে চাইলে ইসি সচিব বরাবর করতে হবে বলে উল্লেখ করেন তিনি।

নিবন্ধনের দাবিতে অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

‎উল্লেখ্য, এবার নিবন্ধন না পেয়ে আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান মঙ্গলবার বিকেল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশনে নামেন। ১২৯ ঘণ্টা সময় পার করেছেন এ নেতা। এরইমধ্যে বিএনপি, গণঅধিকার পরিষদসহ নানা দল, সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংহতি জানাচ্ছেন তারেকের প্রতি।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর