Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি অ্যাপ’ উদ্বোধন

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৬:৫৫

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপের উদ্বোধনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্ব নির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে এখন ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।

‎রোববার (৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

‎তিনি বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর অ্যাপ উদ্বোধন হবে। ১৬ নভেম্বর রোববার বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি থাকে। তাই বিষয়টি বিবেচনা করে আমরা এখন ১৮ নভেম্বর লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছি।’

‎প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি। এ অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি জেল হাজতে থাকা ভোটার, সরকারি কর্মকর্তা, ভোটের দায়িত্বে নিয়োজিতদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

‎এ সময় ১৮ নভেম্বর ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

‎এছাড়া, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বিষয়ে সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট আকারে প্রকাশ পেলেই ইসি সংলাপের সময়সূচি ঠিক করা হবে।

‎দলগুলোর সঙ্গে সংলাপ কখন হবে এমন প্রশ্নে জবাবে ইসি সচিব বলেন, ‘সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি, যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গ্যাজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে নেব।’
‎‎
এরইমধ্যে, বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে ইসি। গণমাধ্যমে, সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিদের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন