ময়মনসিংহ: শেরপুরের নকলায় দায়িত্ব পালনকালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) সকালে নগরীর খামারবাড়ীর সামনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কৃষিবিদ ইনস্টিটিউশন যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেন জেলা ও উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক সালমা লাইজু, উপ-পরিচালক সালমা আক্তার, জেলা খামারবাড়ীর উপ-পরিচালক এনামুল হকসহ উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ।
হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।