নাটোর: নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ মো. ওহিদুর রহমানকে আটক করেছে পুলিশ।
রোববার (৯ নভেম্বর) সকালে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে ওহিদুর রহমান সিংড়ায় তার নিজ বাসা থেকে বের হয়ে বাজারে কেনাকাটা করতে যান। এ সময় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, সকালে ওহিদুর রহমানকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।