Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:১৩

বিএনপির র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। ছবি: সারাবাংলা

নওগাঁ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ ও র‌্যালি করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

রোববার (৯ নভেম্বর) বেলা ১২টায় শহরের তাজের মোড় থেকে নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়ন প্রত্যাশি নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর পক্ষে এই লিফলেট বিতরণ ও র‌্যালি হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

এসময় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান। তারা বলেন, দেশ রক্ষায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দ্বায়িত্ব পেলে সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থা পুনর্গঠন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ন্যায্যতা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, নওগাঁর ৬টি আসনের মধ্যে নওগাঁ-৫ (সদর) আসন ব্যতিত ৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর