Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের পক্ষে বগুড়া যুবদলের নির্বাচনি প্রস্তুতি সভা

স্পেশাল করেসপডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২১:০৯ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ২১:২২

অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে শহর যুবদল।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।

শহর যুবদলের সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলুসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বগুড়ার ২১টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর