Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’র বোর্ড চেয়ারম্যান হচ্ছেন নাজমা মোবারেক

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ২৩:০২

নাজমা মোবারেক

ঢাকা: সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর জন্য বাংলাদেশ ব্যাংক প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন দিয়েছে। নতুন গঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বোর্ডের অন্য সদস্যরা হলেন- অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইআরডি সচিব মো. শাহ্ রিয়ার কাদের ছিদ্দিকী, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহা. রাশিদুল আমিন এবং এফআইডির যুগ্ম সচিব শেখ ফরিদ।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বোর্ড সভায় ব্যাংকটির নামে এলওআই অনুমোদন দেওয়া হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) কেন্দ্রীয় ব্যাংকের কাছে এলওআই ও লাইসেন্স চেয়ে আবেদন করে। পর্যালোচনা শেষে বোর্ড সভায় প্রাথমিক লাইসেন্স অনুমোদন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন বোর্ডের মেয়াদ থাকবে সর্বোচ্চ ছয় মাস থেকে এক বছর। এ সময়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা তাদের সম্পদ ও দায় পর্যালোচনা শেষে একীভূত ব্যাংকের অধীনে কার্যক্রম পরিচালনা করবেন। পরে বাজারের অভিজ্ঞ পেশাজীবীদের দিয়ে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়ার পর ব্যাংকটি স্বাধীনভাবে পরিচালিত হবে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক মূলধন হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০ হাজার কোটি টাকা সরকার দেবে, আর অমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার শেয়ার দেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর