ঢাকা: সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আজ।
সোমবার (১০ নভেম্বর) অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটি।
এর আগে, রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।
আজ থেকেই ভর্তির আবেদন শুরু হবে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর আবেদন ফি পরিশোধ করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। এ তারিখ এক/দুইদিন বাড়ানো হতে পারে বলেও জানা গেছে।