Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে টেস্ট জয়ের ব্যাপারে আশাবাদী আয়ারল্যান্ড

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১০:৫৬

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর আইরিশ দল

বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আয়ারল্যান্ড এখন সিলেটে। আগামী ১১ নভেম্বর সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আইরিশ অলরাউন্ডার হ্যারি টেক্টর বলছেন, এই সিরিজে একটি হলেও ম্যাচ জয়ের সামর্থ্য আছে তাদের।

গত ৮ মাস ধরে টেস্টে অপরাজিত আছে আয়ারল্যান্ড। শুধু অপরাজিতই নয়, এই সময়ে মূলত শতভাগ জয়ের রেকর্ড তাদের। আয়ারল্যান্ড এখন পর্যন্ত জিতেছে টানা তিনটি টেস্ট।

হ্যারি টেক্টর মানছেন, দেশের মাটিতে বাংলাদেশকে হারানোর কাজটা মোটেও সহজ হবে না, ‘বাংলাদেশে বাইরের কোনো দল জিতেছে মানে সত্যিই অনেক ভালো খেলেছে তারা। আমরা বিশ্বাস করি, আমাদের কাজ ঠিকঠাকভাবে করলে টেস্টে ফলাফল নিজেদের পক্ষে আনতে পারব।’

বিজ্ঞাপন

দুই ম্যাচের সিরিজে ভালো কিছু করে দেখানোর আত্মবিশ্বাস আছে টেক্টরের, ‘বাংলাদেশে সর্বশেষ টেস্টের স্মৃতি আমার অনেক পছন্দের। অনেকের সাথে টেস্ট অভিষেক, রোমাঞ্চকর বিষয় ছিল। সেখানে রানের দেখা পাওয়াও ভালো ছিল। একটি ফিফটিকে মনে হয় সেঞ্চুরি বানানো যেত, তাতে আমাদের রানও বেশি হতো। বাংলাদেশে আমার ভালো স্মৃতি আছে, শুধু টেস্ট নয় অন্য ফরম্যাটেরও। আশা করি এবার ম্যাচ জেতানো পারফরম্যান্স করতে পারব।’

বাংলাদেশের পিচে স্পিনই হবে মূল ফ্যাক্টর, মানছেন টেক্টর, ‘স্পিন বাংলাদেশে সবসময়ই বড় ফ্যাক্টর। আমি অবশ্য নিজেকে বল হাতে বেশি অবদান রাখতে দেখছি না। আমাদের বাল স্পিনার আছে, বৈচিত্র্য আছে। তাদের বোলিং দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আশা করছি আমাকে বল হাতে নিতে হবে না। একাধিক টেস্টের সিরিজ, আমাদের জন্য এটি দ্বিতীয়বার। সবাই তাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। দল গর্বিত, অনুপ্রাণিত। টানা তিন টেস্ট জয়ের পর এখন নিজেদের সর্বোচ্চ স্তরে ভালো করতে হবে। সবাই জানে এই সিরিজ কত কঠিন হতে যাচ্ছে।’

বিজ্ঞাপন

সারাদেশে বাড়ছে শীতের আমেজ
১০ নভেম্বর ২০২৫ ১০:১৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর