ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের পরিবেশ নির্বিঘ্ন রাখতে বহুতল ভবনের ওপরের তলায় স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তথ্য চেয়েছে ইসি। এ বিষয়ে আগামী ১৬ নভেম্বরের মধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির সিনিয়র সহকারী সচিব মো.নাসির উদ্দিন চৌধুরীর সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে যেসব বহুতল ভবনের দ্বিতীয় বা তদুর্ধ্ব তলায় ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে এমন ভোটকেন্দ্রের তথ্য আগামী ১৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।
সবশেষে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা অনুযায়ী, বর্তমান দেশে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ৬৪৯টি, যার মধ্যে পুরুষদের জন্য রয়েছে এক লাখ ১৫ হাজার ৩৭টি এবং নারীদের জন্য এক লাখ ২৯ হাজার ৬০২টি কক্ষ।