রাজবাড়ী: এই সময়ে বৃষ্টি না হলেও রাজবাড়ী শহরের বড় বাজারের বিভিন্ন স্থানে পানি জমে থাকছে। এতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি। ড্রেন থাকলেও পানি বের হতে না পেরে ড্রেন ভরে ওপর দিয়ে উঠে আসছে পানি। এছাড়া, এই জমে থাকা পানি নানা রোগ-বালাই ও ডেঙ্গুর উৎস হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন দোকানীরা।
রোববার (৯ নভেম্বর) বিকেলে শহরের বড় বাজারের চাউল বাজার থেকে শুরু করে তরকারি বাজার হয়ে মাছ বাজারের আগ পর্যন্ত ঘুরে এমন দৃশ্য দেখতে পাওয়া গেছে। দোকানদারেরা বাঁশ দিয়ে মাচাল বানিয়ে পেতে রেখেছেন কাস্টমারদের দাঁড়ানোর জন্য।
তরকারী দোকানদার ইমন বলেন, ‘কয়েকদিন ধরে এখানে পানি জমে আছে। ড্রেন দিয়ে পানি বের হতে না পেরে ওপর দিয়ে উঠে আসছে। ড্রেনের এই পানি পঁচে কালো হয়ে গেছে। এই পানি পায়ে লাগলে চুলকায়। পানির জন্য কর্মচারীরা কাজে আসতে চায় না। কাস্টমারদের দাঁড়ানোর জন্য বাঁশের মাচা পেতে দেওয়া হয়েছে। এই পঁচা পানি থেকে বিভিন্ন রোগ ছড়াতেই পারে। এছাড়া, সারাদেশের মতো আমাদের রাজবাড়ীতেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এখানে তো যে অবস্থা ডেঙ্গু চাষ হবে।’
আরেক দোকানদার রাজু ও মালেক বলেন, ‘বৃষ্টির সময় এখানে পানি থাকে। এখন বৃষ্টি নেই তবুও পানি জমে আছে। আমাদের বেঁচাকেনা করা অনেক কষ্ট হচ্ছে। কাস্টমাররা দাঁড়াতে পারে না এবং পানি দেখে দোকানের সামনে কেও আসতে চায় না। মাংস বাজারের ওখানে ড্রেনের মাঝে বালু ফেলেছিল, সেই বালুতে ড্রেন আটকে গেছে। পৌরসভাতে জানিয়েছি, কবে পরিষ্কার করবে আর কবে এই পানি যাবে কে জানে।’
আরও কয়েজন দোকানদার বলেন, ‘কয়েকদিন পানি এমন জমে আছে। দেখার কেও নাই। বৃষ্টির সময় তো পানি থাকেই। এখন বৃষ্টি নেই তবুও পানি। আজ না পেরে নিজেরা মটর লাগিয়ে পানি সেঁচে ফেলেছি। কিন্তু এমন পানি জমে থাকলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
রাজবাড়ী পৌরসভার প্রশাসক ড. মো. মাহমুদুল হক বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি, বাজার থেকে আমাকে জানিয়েছে। আমাদের লোক সেখানে গিয়েছিল। মাছ ও মাংস বাজারে কাজ চলছে। ঠিকাদার না বুঝে ড্রেনের ওপর বালু ফেলেছে। এতে ড্রেন বন্ধ হয়ে যায়। ড্রেন বন্ধ হয়ে পানি বের হতে না পারায় ওই স্থান গুলোতে পানি জমা হয়েছে। আমরা ঠিকাদারকে বলেছি, আগামীকাল ড্রেন পরিষ্কার করে দিবে বলে জানিয়েছেন।’