Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্যক্রম নিষিদ্ধ দল বিক্ষোভ করলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৪:৫১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৬:৪৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভ বা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কবার্তা দেন।

স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘বিএএল (বাংলাদেশ আওয়ামী লীগ) ও তাদের সহযোগী সমর্থকরা, এবং গণহত্যাকারী নেত্রী মনে করছেন এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়। তারা ভাবছেন দিনের বেলা কয়েকজনকে হত্যা করে রাতের বেলা হাজারো দুর্বৃত্তকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে পরিস্থিতি দখল করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, ‘দুঃখিত, এটি এখন নতুন একটি বাংলাদেশ। জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না। মনে রাখবেন এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়, এটি জুলাই; চিরদিনের জুলাই।’

প্রসঙ্গত, সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু সাবেক নেতাকর্মী ঢাকায় সমাবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করে। এর পরিপ্রেক্ষিতেই প্রেস সচিব এ বক্তব্য দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর