Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ নভেম্বরের সমাবেশ বাস্তবায়নে জামায়াতের শৃঙ্খলা বিভাগের জরুরি সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৩:৩৭ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৬

মহানগরীর সভা কক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

ঢাকা: ঐতিহাসিক পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের ঘোষিত আগামীকাল মঙ্গলবারের (১১ নভেম্বর) সমাবেশ বাস্তবায়নে জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের এক জরুরি সভা সোমবার (১০ নভেম্বর) সকালে মহানগরীর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ইয়াছিন আরাফাত, মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ডা. মহিন উদ্দিন, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহিন আহমেদ খান।

বিজ্ঞাপন

এছাড়াও সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহানগরীর বিভিন্ন শাখার সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন থানা আমির-সেক্রেটারিসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায়, ১১ নভেম্বরের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে শৃঙ্খলা বিভাগের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহনের জন্য দায়িত্ব বন্টন করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/জিজি
বিজ্ঞাপন

এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে ইসি
১০ নভেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর