Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর নদীতে নিখোঁজ নারী পর্যটকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৪:৪৬ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৫:৪৫

মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ছবি: সারাবাংলা

বাগেরহাট: মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বিমান বাহিনীর সাবেক পাইলট নারী পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়মনিরঘোলের সরকারি খাদ্য গুদামের জেটি এলাকার পশুর নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড।

রিয়ানা আবজাল তার বাবা-মা, ভাই-বোন ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। রিয়ানার বাবা ঢাকার উত্তরার বাসিন্দা। বাবা পেশায় বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আর রিয়ানা বিমান বাহিনীর সাবেক পাইলট ছিলেন। তিনি রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। গত মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন রিয়ানা। ২০২১ সালে রিয়ানার বিয়ে হয় যুক্তরাষ্ট্রপ্রবাসীর সঙ্গে। তাদের কোনো সন্তান ছিল না।

বিজ্ঞাপন

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বলেন, রিয়ানাকে কুমিল্লার লাঙ্গলকোটে শ্বশুরবাড়িতে দাফন করা হবে। এদিকে স্ত্রী নিখোঁজের খবর পেয়ে রোববার ঢাকায় আসেন রিয়ানার স্বামী তৌহিদুল ইসলাম।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শনিবার ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোটে যাত্রা শুরু করেন। বোটটি দুপুর ১টায় ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও রিয়ানাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে নিশ্চিত করেন।

তার তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের দুইটি উদ্ধারকারী দল অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। তিন দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর সোমবার সকাল ৭টার দিকে মোংলার সাইলোর জেটি সংলগ্ন পশুর নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় তারা। উদ্ধার করা মরদেহ চাঁদপাই নৌপুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে ইসি
১০ নভেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর