সাতক্ষীরা: সাতক্ষীরা-যশোর সড়কের তুজুলপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল আলিম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৪০মিনিটে তুজলপুরের নজরুল ইসলাম এর সার ও কিটনাশক দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলিম সাতক্ষীরার কলারোয়া থানার ব্রজবাকসা গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানান, সাতক্ষীরা থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় আব্দুল আলিম ঘটনাস্থলেই নিহত হন। এব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।