Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা সাত কার্যদিবসের পতনে পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১৫:৫১

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ছয় কার্যদিবসের ন্যায় সোমবারও (১০ নভেম্বর) মূল্য সূচকের পতন হয়েছে। এ পতনে মূল্যসূচক চার মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজার নিয়ে হতাশা বেড়েই চলেছে।

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১ পয়েন্টে। এ সূচকটি এর আগে সর্বশেষ গত ৩০ জুন আরও কম ছিল। অর্থাৎ সোমবার সূচকটি প্রায় সাড়ে চার মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

ডিএসইএক্স সর্বশেষ টানা ৭ কার্যদিবসের পতনের মধ্যে সোমবার ৩৯ পয়েন্ট, রোববার ৬৮ পয়েন্ট এবং গত সপ্তাহের বৃহস্পতিবার ১৯ পয়েন্ট, বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে। এতে করে সূচকটি ৬ কার্যদিবসে কমেছে ২৬১ পয়েন্ট।

বিজ্ঞাপন

সোমবার ডিএসই-তে ৩৫৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৪০২ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৪৫ কোটি ৮৭ লাখ টাকার বা ১১ শতাংশ।

আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০টির বা ১৮.১৩ শতাংশের। আর দর কমেছে ২৭৫টির বা ৭১.২৪ শতাংশের ও দর অপরিবর্তিত রয়েছে ৪১টির বা ১০.৬২ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ১৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৩০টির এবং ৯টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩৭ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমেছিল।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

এনআইডি সংশোধনে কঠোর হচ্ছে ইসি
১০ নভেম্বর ২০২৫ ১৫:২০

আরো

সম্পর্কিত খবর