নীলফামারী: নীলফামারীর ডোমারে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক, সামাজিক ও মানবিক সংগঠন ‘হিলফুল ফুজুল যুব সংঘ’।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা ভূমি অফিস সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মানিক ইসলাম।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. নুরনবী ইসলাম ও শাহরিয়ার আহমেদ সাধন, সহ-সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম (তুফান), সাংগঠনিক সম্পাদক শাকিল শাহরিয়ার, অর্থ সম্পাদক মো. আতোয়ার হোসেন, দফতর সম্পাদক মো. সৌরভ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তাফেজুর রহমান (দুখু), যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান অনিক এবং ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম বিল্লাহসহ মোট ২০ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিনুর রহমান বলেন, ‘আমরা নবী করিম (সা.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজে ন্যায়, মানবতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে চাই। তরুণদের সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনে কাজ করে যাব।’
তিনি আরও বলেন, সংগঠনটির লক্ষ্য ও কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখা, বনায়ন কর্মসূচি, রক্তদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, এবং তরুণ সমাজকে নৈতিক ও ইসলামিক চেতনায় উদ্বুদ্ধ করা।