মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় এবং অধিক মূল্যে খাবার বিক্রি করায় দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
সোমবার (১০ নভেম্বর) দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন আসিফ আল আজাদ।
এসময় বিক্রমপুর পদ্মা হোটেল এন্ড রেস্টুরেন্টে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করায় এবং একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করায় হোটেলটির মালিক মো. আরিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আলহামদুলিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টে সর্বোচ্চ খুচরা মূলের চাইতে বেশি দামে পণ্য বিক্রি করায় হোটেলটির মালিক মো. সায়মন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম ও পদ্মা সেতু উত্তর থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে আসিফ আল আজাদ জানান, ‘দুই হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’