খুলনা: খুলনায় আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে এহতেশামুল হক শাওন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় একজনের নাম উল্লেখসহ ১০-১২ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সংবাদের তথ্য যাচাইয়ের জন্য শনিবার বিপ্লব আবিরকে ফোন করেন তিনি। কথোপকথনের একপর্যায়ে আসামি তাকে সাক্ষাতের জন্য নগরীর শিববাড়ি মোড়ে যেতে অনুরোধ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পত্রিকার স্টাফ রিপোর্টার মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ১০-১২ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলে মারপিট করে গুরুতর জখম করে।
হামলার সময় সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দেয় এবং সাংবাদিক মনির পকেট থেকে সাড়ে ৮ হাজার টাকা কেড়ে নেয়। তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে নিউজ করার খায়েশ মিটিয়ে দেবে বলে হুমকি দিয়ে মাইক্রোবাস যোগে চলে যায়। সংবাদ পেয়ে সাংবাদিক সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’