রাজবাড়ী: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, শেখ হাসিনার পতনের পরে আমাদের নেতা তারেক রহমান ৩১দফার কর্মসূচী দিয়েছেন। এই ৩১দফার মাধ্যমে বাংলাদেশকে সংস্কার করতে হবে। বাংলাদেশকে নষ্ট করেছে শেখ হাসিনা। এখানকার বিচার বিভাগ, শাসন বিভাগ,পার্লামেন্ট,নির্বাচন ব্যবস্থা সমস্ত কিছু ধ্বংস হয়েছে। আপনারা পার্লামেন্টে কি ভোট দিয়েছেন! দিতে পারেন নাই।
সোমবার (১০ নভেম্বর) বিকালে গোয়ালন্দ মোড় মিল মাঠে শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে জনসভায় এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ১৭বছর মানুষ তার ভোট দিতে পারে নাই, মানুষ তার অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারে নাই। মসজিদের ইমাম ঘরে থাকতে পারে নাই, আমার নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। তারা বাগানে, ঝোড়ে, জঙ্গলে পালিয়ে বেড়িয়েছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদের, গুম করেছে, হত্যা করেছে।
তিনি আরও বলেন, আমাদের রাজবাড়ীতে তেমন শিল্প-কলকারখানা নেই। এই গোয়ালন্দে টেক্সটটাইল মিল ছিল। সেই মিল আমি এমপি থাকা অবস্থায় পুনরায় সচল করেছিলাম, কিন্তু আবার সেটা কেনো বন্ধ হয়ে গেলো আর খুলল না আসার মাথায় ঢুকে না। এটি বন্ধ হওয়াতে অনেকে বেকার হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল পুনরায় চালু করা হবে। এই অঞ্চলের উন্নয়নের জন্য পদ্মা সেতুর পাশাপাশি পদ্মা ব্যারেজ নির্মাণ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ শিল্প কল-কারখানা প্রতিষ্ঠা করা হবে।
খৈয়ম বলেন, ৩১দফার পাশাপাশি আমাদের রাজবাড়ীকে কিভাবে উন্নয়ন করতে হবে সেটা ভাবতে হবে। আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেই, ভোট নেওয়া হয়ে গেলে সেই প্রতিশ্রুতি ও মানুষের কথা ভুলে যায়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন রাজনীতি করতে হবে দায়িত্বের সঙ্গে। রাজনীতি মানে মানুষের সেবা। রাজনীতি মানে আদর্শ। রাজনীতি মানে নীতিবোধ। রাজনীতি কোন ব্যবসা-প্রতিষ্ঠান নয়,কোন টেন্ডারবাজী, কোন চাঁদাবাজি নয়। রাজনীতি হলো যে না খেয়ে আছে, যে চিকিৎসা নিতে পারছে না তাদের পাশে দাড়ানো, অসহায় মানুষেদের পাশে দাড়ানো।
৭নং শহীদ ওহাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ. কে. এম শফিউদ্দিন আহম্মেদ কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী আহসান হাবিব, কে.এ সবুর শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ( হৃষিত), জেলা যুব দলের আহবায়ক খাইরুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহবায়ক আইউবুর রহমান, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমীন ডেইজি, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।