Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২১:৩৮ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২১:৪০

বগুড়া: বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ৭ নভেম্বর রাষ্ট্র সংস্কারের নবযাত্রা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে জেলা মহিলা দল এ সভার আয়োজন করে।

সংগঠনের জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট শাহজাদী লায়লা আরজুমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মোশরাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্ধেক ভোটার নারী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের বড় ভূমিকা রয়েছে। বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হয়েছেন। আমরা সকলে মিলে বিপুল ভোটে তাকে বিজয়ী করব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সহ-সভাপতি নিলুফা কুদ্দুস, কোহিনুর বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী, শহর মহিলা দলের সভাপতি শাহিনুর বেগম শানু, সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাজেরা বেগম , সাধারণ সম্পাদক নিগার সুলতানা, শহর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরা জাহান, নিপা খাতুন, সাংগঠনিক সম্পাদক চাঁদ সুলতানা শিরিন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর