Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২১:৩৯ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:০৮

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেতন কাঠামো ১১তম গ্রেড বাস্তবায়নের আশ্বাসে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপিসহ সকলেই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

খায়রুন নাহার লিপি গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দাবি দশম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় আমাদের জন্য ১১তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আমরা মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে আমাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘যেহেতু ১০ম গ্রেডের চাওয়াটা আমাদের প্রাণের দাবি, সেহেতু এ চাওয়াটা চলমান থাকবে। ১০ম গ্রেডের চাওয়া থেকে আমরা সরবো না। কিন্তু অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবতার নিরিখে এই মুহূর্তে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডকে যুক্তিযুক্ত মনে করছে, কারণ প্রধান শিক্ষকরা ১০ম গ্রেড পেয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা ১২তম গ্রেড নিয়ে উৎকণ্ঠায় ছিলাম। অর্থ মন্ত্রণালয় একটি লিখিত বক্তব্যের মাধ্যমে সুনিশ্চিত করেছে, ১১তম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দিয়েছেন। এবং পে কমিশন সেটি দ্রুত সময়ে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করবে। যতোদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করবেন বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এটা এ মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনেক বড় বিজয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর