ফরিদপুর: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যুবলীগের কেন্দ্রিয় সাবেক প্রেসিডিয়াম মেম্বার মো. ফারুক হোসেন(৫৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর মো. আবদুল্লাহ বিশ্বাস বলেন, মো. ফারুক হোসেনকে কোতয়ালী থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
মো. ফারুক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ৫ই আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এরআগে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেইজে ফারুক হোসেন নিজেকে জেলা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব পেয়েছেন লিখে পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন। এছাড়া গত দশদিনে দুই বার তার পক্ষে ঝটিকা মিছিলের খবরও পাওয়া গেছে।