ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে যাত্রীবাহী একটি গাড়িতে উচ্চ-তীব্রতার বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২৪ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লাল কেল্লা মেট্রোস্টেশনের কাছে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে একটি হুন্ডাই আই২০ গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। ফলে ব্যস্ত এলাকাটিতে ছিন্নভিন্ন দেহ ও দুমড়ানো-মুচড়ানো গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
দিল্লি পুলিশ জানিয়েছে, এটি খুব শক্তিশালী একটি বিস্ফোরণ ছিল। বিস্ফোরণে মোট ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দিল্লি পুলিশের কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ‘লাল কেল্লা ট্র্যাফিক সিগন্যালের কাছে ধীরে চলমান একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়ির ভেতরে আরোহী ছিল। বিস্ফোরণে আশেপাশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ভারতের প্রধান সন্ত্রাস তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) তদন্তে যোগ দিয়েছে। এই বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ভয়াবহ দৃশ্যগুলোতে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, বিচ্ছিন্ন দেহের অংশ এবং দুমড়ানো-মুচড়ানো গাড়ি দেখা গেছে।
ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক বলেন, ‘আমরা তাৎক্ষণিক সাড়া দিয়েছি এবং ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়েছিল। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’