Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পথচারী নারীকে বাঁচাতে গিয়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:১৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:১৮

নোয়াখালী: জেলার সোনাইমুড়ী উপজেলায় পথচারী নারীকে বাঁচাতে গিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকায় সোনাইমুড়ী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সোনাপুর ইউনিয়নের বারাহিপুর গ্রামের মো. মিলনের ছেলে মাহমুদুর হাসান শোয়েব (২৩) এবং শাহ আলমের ছেলে ফাহিম (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শোয়েব ও ফাহিম মোটরসাইকেলে করে মাইজদীর উদ্দেশে রওনা হন। পথিমধ্যে বগাদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা এক অজ্ঞাতপরিচয় নারী হঠাৎ রাস্তা পার হতে গেলে চালক শোয়েব তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা পড়ে যান।

বিজ্ঞাপন

ঘটনাস্থলেই শোয়েবের মৃত্যু হয়। গুরুতর আহত ফাহিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, “এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর