Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আ.লীগ নেতা গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ২৩:৪১ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ২৩:৪৪

গ্রেফতার আ.লীগ নেতা দীপক কুমার বিশ্বাস

বেনাপোল: ভারতে যাওয়ার সময় বেনাপোলে দীপক কুমার বিশ্বাস (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশাসের ছেলে।

স্থানীয় একটি সূত্র বলেছে, দীপক কুমার বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে, তিনি দলটির কোন স্তরের নেতা এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতে যাচ্ছিলেন। তিনি বেনাপোল ইমিগ্রেশনে গেলে সার্ভারে তার পাসপোর্ট স্ক্যান করলে ‘স্টপ’ লিস্টে দেখা যায়।

বিজ্ঞাপন

এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় মাগুরা সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) মানিক কুমার সাহা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায়ই গ্রেফতার দীপক কুমারকে মাগুরা সদর থানা পুলিশ এসে নিয়ে যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর