Monday 10 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ০০:২২

এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় ককটেল নিক্ষেপকারী দু’জনসহ কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১০ নভেম্বর) রাত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল মারা হয়। যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। ককটেল মেরে মোটর সাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দু’জনকে ধাওয়া দিয়ে আটক করে ছাত্র-জনতা। এ সময় সন্দেহভাজন আরও তিনজনকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, ‘বাংলামোটরে ককটেল নিক্ষেপকারী মনে করে ধাওয়া দিয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর