Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১০:৪৮ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১২:৫৮

ঘটনাস্থলে পুড়ে যাওয়া বাস।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এশিয়া পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে বাসচালক জুলহাস মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুলহাস মিয়া ওই এলাকার বাসিন্দা। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালিয়ে সিটে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।’

বিজ্ঞাপন

ওসি জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর বাস থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। মরদেহটি এমনভাবে পুড়েছে যে, তাকে চেনা যাচ্ছে না। তবে, ধারণা করা হচ্ছে ওই বাসচালক সিটে ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর