ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে জারিয়া অভিমুখে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে ময়মনসিংহ-নেত্রকোনা-চট্টগ্রাম রুটের ট্রেন চলাচল।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে গৌরীপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আকতার হোসেন জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে জারিয়া অভিমুখী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। পরে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। ইঞ্জিন পরিবর্তন না হওয়া পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এদিকে, এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।