Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেলা প্রশাসকের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৩:২১

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলি আদেশ বাতিলের দাবিতে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে শহরের টাউন ক্লাব রোডে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলা প্রশাসক আশরাফুল আলম খান দায়িত্ব নেওয়ার পর থেকে পিরোজপুরে দৃশ্যমান উন্নয়নের সূচনা হয়। তিনি পিরোজপুরের সন্তান না হয়েও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে আন্তরিকভাবে কাজ করেছেন। তার হাতে শুরু হওয়া অনেক প্রকল্প এখনো চলমান অবস্থায় রয়েছে।

বক্তারা জানান, শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া মৃতপ্রায় ভারানি খাল পুনঃখননের উদ্যোগ নেন আশরাফুল আলম খান। এর মাধ্যমে শহরটি আবারও জলাবদ্ধতা থেকে মুক্ত হতে শুরু করেছে। পাশাপাশি শহরের পুরাতন বাসস্ট্যান্ড, বেকুটিয়া সেতুর নিচে সৌন্দর্যবর্ধন কাজ, একটি প্রবীণ পার্ক এবং দৃষ্টিনন্দন সিগনেচার সড়ক নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

বক্তাদের দাবি, এসব চলমান উন্নয়নকাজ শেষ না হওয়া পর্যন্ত আশরাফুল আলম খানকে পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে বহাল রাখা উচিত।

একাধিক বক্তা বলেন, ‘তিনি কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং জনগণের স্বার্থে কাজ করেছেন। এমন সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাকে আমরা হারাতে চাই না।’

এদিকে, শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দেশের ১৫টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদকে পিরোজপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর পিরোজপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং উন্নয়নমূলক পদক্ষেপ সাধারণ মানুষের আস্থা অর্জন করে।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধা সন্তান, জুলাই যোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর