Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপজেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেফতার, প্রতিবাদে দোকানপাট বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৫:২৯

চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি আনিসুল হক জাহাঙ্গীর আলমকে চরজব্বর থানা পুলিশ গ্রেফতারের প্রতিবাদে স্থানীয় চরবাটা খাসেরহাট বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীন মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তিনি ১৩ তারিখে ঢাকায় লোক সমাগমে বিষয়ে পৃষ্ঠপোষকতা করছেন।

এর আগে, সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরবাটা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনার প্রতিবাদে বাজার পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার (১১ নভেম্বর) ৭টা সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাজারের সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, আটককৃত আনিসুল হক জাহাঙ্গীর চরভাটা ইউনিয়নের মোজাম্মেল হোসেন মোজামের ছেলে এবং আওয়ামী লীগের উপজেলা কমিটির সহ-সভাপতি। তিনি খাসের হাট বাজার পরিচালনা কমিটির (অন্তর্বর্তীকালীন) সহসভাপতি ও ব্যবসায়ী।

ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সদস্য হাজী গোলাম মাওলা বলেন, বাজার কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলমকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বেআইনিভাবে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন কিনা বা সেটা তিনি জানেন না।

গোলাম মাওলা আরও বলেন, ‘অতি দ্রুত জাহাঙ্গীর মিয়াকে নিঃশর্ত মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।’

বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহমান খোকন বলেন, ‘জাহাঙ্গীর মিয়া একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানি। তার মতো ব্যবসায়ীকে কোনো অভিযোগ ছাড়াই পুলিশ গ্রেফতার করার কারণে বাজার কমিটি দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। রাজনীতি একান্ত তার ব্যক্তিগত বিষয়। আমরা তাকে পুরনো ব্যবসায়ী হিসেবে চিনি।’

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, আনিসুল হক জাহাঙ্গীর আওয়ামী লীগের উপজেলা সহ-সভাপতি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর