নীলফামারী: নীলফামারীর ডোমারে পৃথক দুই ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০) এবং ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।
পুলিশ জানায়, ইস্তিক ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় ভাঙচুর মামলার নামীয় আসামি। আর প্রদীপ চন্দ্র রায়কে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।’