Tuesday 11 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ নভেম্বর ২০২৫ ১৫:১২

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: উদার ও সহিষ্ণু সমাজ গঠনের লক্ষ্যে ‘সঙ্গীতশিক্ষা ও শরীরচর্চার বিকল্প নেই’— এই স্লোগানকে সামনে রেখে ও ধারণ করে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক আব্দুন নূর।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চার শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত সংস্কৃতি ও শিক্ষার পরিপন্থী। তারা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন

অংশগ্রহণকারীরা বলেন, সঙ্গীত ও শরীরচর্চা শুধু শিক্ষার অংশ নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, সহিষ্ণুতা ও সৃজনশীলতার মূলভিত্তি। তাই এই দুটি বিষয়ে শিক্ষকের পদ সৃষ্টিই নয়, দ্রুত নিয়োগ নিশ্চিত করাও সময়ের দাবি।

মানববন্ধনে বক্তব্য দেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, উদীচী শিল্পী গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা আহমেদ হোসেন, সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি মানবর্ধন পাল, সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাহিত্য একাডেমির জামিলুর রহমান, আইনজীবী অসীম কুমার বর্দ্ধন, সুলতান সঙ্গীত নিকেতনের কর্ণধার দেবাশীষ দেবু, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, কবির কলমের সভাপতি হুমায়ুন কবির, এবং সোনালী সকালের বশির আহমেদ ও তাওসিদ আলম তাজিম।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘সোনালী সকাল’ সংগঠনের সভাপতি ফাহিম মুনতাসির।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর